অমর একুশে নিয়ে আনোয়ারা খানম এর কবিতা "উদ্দীপ্ত শ্লোগান"
প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৩৮ অপরাহ্ন | বিনোদন

"উদ্দীপ্ত শ্লোগান"
আনোয়ারা খানম
একুশ আমার শোণিতে
একুশ আমার ধ্বনিতে
একুশ আমার হৃদয় উৎসারিত
উদ্দীপ্ত স্লোগান।
একুশ আমার মা জননীর
সর্বোত্তোম সম্মান।।
একুশ আমার প্রান প্রিয় বর্ণমালা
একুশ আমার লাল সবুজের
পবিত্র পতাকা,
একুশ আমার স্বাধীনতার
সুমিষ্ট ঘ্রান - -
একুশ আমার হৃদয় মাঝে
জাগ্রত প্রান।।
(আনোয়ারা খানম, ২১ ফেব্রুয়ারি,২০২০,মিরপুর,ঢাকা।)