শান ছবির গানে কণ্ঠ দিলেন বলিউডের দুই শিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছাল

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২০, ০১:৫৯ পূর্বাহ্ন   |   বিনোদন

শান ছবির গানে কণ্ঠ দিলেন বলিউডের দুই শিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছাল

আরমান মালিক ও পলক মুচ্ছাল বলিউডের তরুণ দুই সংগীতশিল্পী। ঢালিউডের চলচ্চিত্রে শান ছবির ‘দেখলে তোমাকে’ শিরোনামের একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন তাঁরা। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরির গীত অডিও ক্র্যাফট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এম এ রাহিম।

গানটির সুর ও সংগীত আহম্মেদ হুমায়ূনের। গান গাওয়ার পর ওই স্টুডিও থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় আরমান মালিক বলেন, ‘খুব সুন্দর একটি বাংলা গান গাইলাম। গানটি গেয়ে আমি খুশি এবং রোমাঞ্চিত। গানটি মুক্তির জন্য অপেক্ষা করছি।’

বছর তিনেক আগে বাংলাদেশের ইমরান মাহমুদুলের সঙ্গে ‘সবাই চলে যাবে’ নামে একটি অডিও গানে কণ্ঠ দিয়েছিলেন পলক মুচ্ছাল। এবার প্রথম বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিলেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। গানটি গাওয়ার পর ভিডিও বার্তায় পলক মুচ্ছাল বলেন, ‘একটি অসাধারণ গান করলাম। গানটি গেয়ে আমি যেমন মজা পেয়েছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।’

গানটি লিখেছেন কলকাতার প্রসেন। শান ছবিতে দেখা যাবে সিয়াম আহমেদ, পূজা চেরী ও তাসকিন রহমানকে।