বিয়ের জন্য ‘আরব শেখ’ চান সুবাহ?

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন   |   বিনোদন

বিয়ের জন্য ‘আরব শেখ’ চান সুবাহ?

সিনেমার চলতি সময়ের নায়িকা শাহ হুমায়রা সুবাহ। ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসা এই নায়িকা ব্যক্তিজীবন নিয়ে চর্চিত হয়ে বিনোদনপ্রেমীদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। আবার গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ও কয়েকদিন পরেই দাম্পত্য কলহ নিয়ে আলোচনায় ছিলেন তিনি। তবে সেসব ছাপিয়ে এখন কাজে মনযোগ দিয়েছেন তিনি।  জানা গেছে, সিনেমার পাশাপাশি গানেও ব্যস্ততা বেড়েছে সুবাহর। গেল মাসেই ‘আমি তোমায় দিলাম’ শিরোনামের মৌলিক গান প্রকাশ করেন তিনি।  বধবার (০৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’-এর যাত্রা শুরু উপলক্ষ্যে তারকাদের নিয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন সুবাহ।অনুষ্ঠানের ফাঁকে নিজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ছয়-সাতটি সিনেমায় কাজ করা হয়েছে। নতুন সিনেমা আসছে, ইতোমধ্যেই সেন্সর ছাড়পত্র হয়েছে। খুব শিগগিরই আমরা জানিয়ে দেব মুক্তি দিনক্ষণ।  গানের ব্যাপারে সুবাহ বলেন, এক থেকে দুই মাস পরপর আমার গাওয়া গান প্রকাশ করব। ঈদের জন্য নতুন গান রেডি করছি। সামাজিক গান হবে, পরিবারসহ শোনা ও দেখা যাবে। তবে টুইস্টেবল।  সালমান খানের সঙ্গে করার ইচ্ছে সুবাহর। এ কথা জানিয়ে তিনি বলেন, আমি আপাতত চাই সালমান খানের সঙ্গে দেখা হোক। মাঝে মাঝে দুবাই আসে প্রোগ্রাম করতে। সামনেই একটা ডেট ফিক্সড করছি সালমান খানের সঙ্গে, তারিখ জানিয়ে দেব।  


প্রেম, ভালোবাসা ও বিয়ে নিয়ে এই চিত্রতারকা বলেন, ১৪ ফেব্রুয়ারি দুবাই থাকব হয়তো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভালোবাসার সংজ্ঞা- যে মিথ্যা বলবে না চিট করবে না। এছাড়া আমি যা বলব সেটাই শুনবে। আপনারা জানেন আমি খুব ডমিনেটিং পারসোন। এখন বিয়ে যদি করি কাজ করব কীভাবে? দুটো জিনিস তো একসঙ্গে করা যায় না। আপাতত ক্যারিয়ার তারপর বিয়ে। প্রেমে কে পড়ছে সেটা আমার মেটার না। আমি কার প্রেমে পড়ব সেটা মেটার। যখন প্রেমে পড়ব লাইভে এসে জানিয়ে দেব। শুধু প্রপোজ করলে হবে না, আরব শেখ নিয়ে আসেন। আমি শেখ, জুব্বা পরে দাঁড়িয়ে গিয়ে বলল ‘বিয়ে করতে চাই’, হলো নাকি?

এদিন নিজের প্রাক্তনদের বিষয়ে এক প্রশ্নে সুবাহ বলেন, আপনারা যেকজনের বিষয়ে জানেন সেই কজনের সঙ্গেই সম্পর্ক ছিল। তবে তারা অনেক সুখী না, যতটা দেখা যায় ওতটা না। শো-অফ, সবাইকে দেখায়। তারা আমাকে মিস করে, কারণ আমি অনেক হট।  প্রসঙ্গত, ‘আরবিট ক্রিয়েটিভ হাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সুবাহ ছাড়াও চিত্রনায়ক ইমন, কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতমসহ অনেকেই উপস্থিত ছিলেন।