অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন   |   খেলাধুলা

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের


আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ডাচরা।বিশ্বকাপে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস। এছাড়াও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রুলফ ফন ডার মারউই, বাস ডি লিড, মিচেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। ২০২৪ সালের নভেম্বরে শেষ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকেও ফেরানো হয়েছে।



বিশ্বকাপে 'এ' গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। তাদের সঙ্গী পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডাচরা। 


নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নোয়াহ ক্রোস, বাস ডি লিড, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।


খেলাধুলা এর আরও খবর: