সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন   |   জেলার খবর

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন স্বৈরাচার ফ্যাসিস্ট ও সন্ত্রাস, চাদাবাঁজ লুটপাট কারীদের অন্যায় অত্যাচার ও নির্যাতনের জবাব দিতে জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। ন্যায় ইনসাফ ও মানবিক বাংলাদেশ দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে। মানবিক দেশ গঠনের কাজে শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন শ্রমিকদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে সব সময় ব্যবহার করা হচ্ছে। কিন্তু শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবে। তাই শ্রমজীবীদেরকে কুরআন ও হাদীসের আলোকে মুত্তাকি হিসেবে গড়ে উঠার শপথ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার (১১ জুলাই) সকালে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান শামীম। বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেন, দ্বীন ইসলাম, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কোষাধক্ষ্য মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, আইন সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক নেতা মোবারক আলী, জহুরুল হক, কাহার উদ্দিন, জালাল উদ্দিন, মুহিবুর রহমান, আজমল হোসেন, আব্দুর রহমান কাঞ্চন, সুজন মিয়া, হারুনুর রশীদ, মোমেন মিয়া, ওলিউর রহমান, পাখি মিয়া প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: