আজ সেই সিডরের ভয়াল দিন

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন   |   জেলার খবর

আজ সেই সিডরের ভয়াল দিন


সঞ্জয় কুলু, শরণখোলা (বাগেরহাট):


১৫ নভেম্বর—২০০৭ সালের ভয়াল সিডরের স্মৃতি এখনও শরণখোলার মানুষের মনে তীব্র যন্ত্রণা হয়ে আছে। কয়েক মিনিটের ঝড় আর জলোচ্ছ্বাসে খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী এলাকার ঘরবাড়ি, ফসল, গবাদি পশু সবই তলিয়ে যায়। সরকারি হিসাবে মারা যায় ৩,৪০৬ মানুষ; আন্তর্জাতিক সংস্থার হিসাবে সংখ্যাটা ৪,০০০–এরও বেশি।


সাউথখালীর সিডর–ত্রাণভোগী সোহরাব শিকদার বলেন, “সেদিন রাতের গর্জন আজও কানে বাজে। বাচ্চা দুথটাকে বুকে জড়িয়ে কোনোমতে বেঁচেছিলাম। সবকিছু পানিতে মিশে যায়।" গাবতলার মোশাররফ হোসেন বলেন, “স্বজন হারানোর হাহাকার আজও তাড়া করে। প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব সিডর বুঝিয়ে দিয়েছে।"


এখন আশ্রয়কেন্দ্র, বেড়িবাঁধ আর আগাম সতর্কবার্তা অনেক উন্নত হলেও সিডরের স্মৃতি উপকূলবাসীর মনে আজও দগদগে ক্ষত হয়ে রয়ে গেছে।

জেলার খবর এর আরও খবর: