উখিয়া টেকনাফ আসনে শাহজাহান চৌধুরী ও নূর আহমদ আনোয়ারীর মনোনয়ন পত্র দাখিল

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন   |   জেলার খবর

উখিয়া টেকনাফ আসনে শাহজাহান চৌধুরী ও নূর আহমদ আনোয়ারীর মনোনয়ন পত্র দাখিল

রতন কান্তি দে উখিয়া (কক্সবাজার ) :      কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনে গতকাল (২৯ডিসেম্বর ২৫)সোমবার বেলা ২ টায় সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ। উল্লেখ্য শাহজাহান চৌধুরী অত্র আসন থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন এবং জাতীয় সংসদের হুইপ এর দায়িত্ব পালন করেন। 

অপর দিকে একইদিন রির্টানীং অফিসার ও কক্সবাজার জেলা প্রশাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়ি পাল্লা প্রীতিকের প্রার্থী ও জেলা জামায়াত ইসলামের আমির নন্দিত নেতা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি বিগত সময়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের একাধারে চার বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

তবে গত কয়েক দিন পূর্বে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। গতকাল মনোনয়ন পত্র দাখিলের সময় জেলা উপজেলা পর্যায়ের দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে দুই দলের উখিয়া টেকনাফের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার আমেজ দেখা যায়।

জেলার খবর এর আরও খবর: