কৈশোর এখন ফ্রি ফায়ারে আসক্ত

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন   |   জেলার খবর

কৈশোর এখন ফ্রি ফায়ারে আসক্ত

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট): 

ফ্রি ফায়ারের মোবাইল গেমটি এখন কিশোরদের দৈনন্দিন জীবনের বড় অংশ দখল করে নিয়েছে। পড়াশোনা, ঘুম, এমনকি পরিবারের সঙ্গে সময় কাটানোর চেয়েও তারা বেশি সময় দিচ্ছে এই অনলাইন গেমে। বিশেষ করে গ্রামাঞ্চলে সস্তা স্মার্টফোন আর সুলভ ইন্টারনেটের কারণে কিশোরদের মধ্যে দ্রুত বাড়ছে আসক্তি।

অভিভাবকদের অভিযোগ—রাত জেগে খেলা, অনলাইন বন্ধুদের সঙ্গে ‘স্কোয়াড ম্যাচথ, আর গেমের স্কিন কিনতে গোপনে টাকা ব্যয়—এসব এখন নিত্যদিনের ঘটনা।  মানিক চাঁদ নামে একজন শিক্ষক বলেন, সারাক্ষণ গেম খেলায় ক্লাসে ওদের মনোযোগ কমে গেছে, বাড়ছে উত্তেজনা ও আচরণগত সমস্যা।

বিশেষজ্ঞরা মনে করেন, নিয়ন্ত্রণহীনভাবে গেম খেলা কিশোরদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। আসক্তি কমাতে অভিভাবক-শিক্ষকের সচেতনতা, মোবাইল ব্যবহারে সীমা নির্ধারণ এবং বিকল্প সৃজনশীল কাজে উৎসাহ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

জেলার খবর এর আরও খবর: