অন্যান্য বছরের তুলনায় এ বছর সুপারির ফলন অধিক

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর

অন্যান্য বছরের তুলনায় এ বছর সুপারির ফলন অধিক


সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট): অন্যান্য বছরের তুলনায় এ বছর সুপারির ফলন আশানুরূপ হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি ও নিয়মিত যত্নের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সুপারি চাষিরা পেয়েছেন ভালো ফলন। কৃষকদের মতে, গাছে প্রচুর সুপারি ধরেছে এবং ফলের আকার ও মানও আগের চেয়ে উন্নত হয়েছে। ফলে বাজারে ভালো দাম পাচ্ছেন তারা। এতে চাষিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।


রাকিবুল নামের এক চাষি বলেন, “এবার ফলন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছি। এই সময়েই আমাদের মূল আয় হয়।" উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান জানান, সঠিক পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং কীটনাশকের সঠিক ব্যবহারের কারণে ফলন বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, “এ বছর চাষিরা আগের তুলনায় বেশি লাভবান হবেন বলে আশা করছি।" স্থানীয় অর্থনীতিতে সুপারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফলন ভালো হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা উভয়ই সন্তুষ্ট।

জেলার খবর এর আরও খবর: