শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসায় বৃক্ষরোপন

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন   |   শিক্ষা

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসায় বৃক্ষরোপন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার। ১৯৬৪ সালের এই দিনে রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি।


মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।


১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।


শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।


শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সকাল ১০ টায় মাদরাসা গ্রাউন্ডে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত স্মরণে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলে এবং বৃক্ষরোপন আয়োজন করেছে।


মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম বলেছেন, কোনো শিশুই যেন শেখ রাসেলের মতো নৃশংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।


সহ সুপার মাওলানা জাহিদুর রহমান বলেছেন, ‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক।’


মাদরাসার সহকারী শিক্ষক( জেনারেল) শেখ শফিকুল ইসলাম ব্যক্ত করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।

শিক্ষা এর আরও খবর: