'বাংলা চ্যানেল' সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন ববি শিক্ষার্থী সুমন বালা'র
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন | শিক্ষা
মাসুদ রানা,ববি প্রতিনিধি :
'বাংলা চ্যানেল’ নামে পরিচিত কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগরপথ সাঁতরে পাড়ি দিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের শিক্ষার্থী সুমন বালা। মোট ৪৩ জন সাঁতারু এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৩২মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু করা হয়েছে। এ সাঁতার উদ্ধোধন করেছেন-টেকনাফ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট্র মো এরফানুল হক চৌধুরী।
১৬ দশমিক ১কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে। এবারের এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’।
কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়সার বলেন, উক্ত সাতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অবস্থান করা নিশ্চিতভাবেই শুধু ইংরেজি বিভাগের জন্য নয় বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। আমি মনে করি যে , এটা আমাদের নতুন ব্যাচের যে শিক্ষার্থী আছে তথা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি গুলোর উপরেও ফোকাস দেওয়া উচিত, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে।