ববিতে বর্ণাঢ্য আয়োজনে ষষ্ঠ বাংলাদেশ মার্কেটিং দিবস ২০২৩ উদযাপন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১২:১৫ অপরাহ্ন | শিক্ষা

মাসুদ রানা (ববি প্রতিনিধি):
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে ষষ্ঠ বাংলাদেশ মার্কেটিং দিবস ২০২৩।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১০.৩০ ঘটিকায় মার্কেটিং বিভাগের উদ্যোগে কেক কেটে এবং র্যালির মাধ্যমে এই দিবসটি পালিত হয়।
বিভাগের সভাপতি বঙ্কিমচন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,"মার্কেটিং ডে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হচ্ছে। এ দিনের অনুপ্রেরণায় প্রিয় শিক্ষার্থীরা তাদের মেধা ও মনন সমন্বয়ে প্রতিযোগিতা বাজারে এগিয়ে যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয় যেকোনো জাতীয় দিবসের সাথে একাত্নতা পোষন করে এবং আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সুনাম সম্মানের সাথে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।"
দিবসটি নিয়ে বলতে গিয়ে বিভাগের সভাপতি বঙ্কিমচন্দ্র সরকার দিবসটির গুরুত্ব তুলে ধরেন এবং সেই অনুভব থেকেই দিবসটি পালনের উদ্যোগ নেন বলে জানান।
অফলাইন কার্যক্রম শেষ করে সকলে দিবসটি উপলক্ষে মার্কেটার'স ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত একটি ওয়েবিনারে যোগ দেওয়ার মাধ্যমে উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি করেন।