চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে “ডাঃ সাহিদা করিম অবস এন্ড গাইনী ওয়ার্ড”এর উদ্বোধন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫ অপরাহ্ন | সারাদেশ

জাহেদ কায়সার (চট্টগ্রাম) :
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী ও সদ্য সাবেক প্রেসিডেন্ট প্রফেসর এ এস এম ফজলুল করিম এর সহধর্মিনী, প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ মরহুম ডাঃ সাহিদা করিম এর নামে হাসপাতালের নতুন ভবনের ৪র্থ তলায় “ডাঃ সাহিদা করিম অবস এন্ড গাইনী ওয়ার্ড” এর উদ্বোধন করা হয়।
শনিবার ২৪ সেপ্টেম্বর
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, এমপি ও ইনার হুইল ইন্টারন্যাশনালের সাবেক বোর্ড ডাইরেক্টর ও লিটল জুয়েলস স্কুলের প্রতিষ্ঠাতা দিলরুবা আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক জেনারেল সেক্রেটারী ডাঃ খুরশিদ জামিল চৌধুরী, সাবেক ট্রেজারার ডাঃ মাইনুল ইসলাম মাহমুদ, সানশাইন গ্রামার স্কুলের সাবেক প্রিন্সিপাল সাফিয়া গাজি রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস এন্ড গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা চৌধুরী, প্রফেসর (ডাঃ) এ এস এম ফজলুল করিম ও ডাঃ সাহিদা করিম এর জেষ্ঠ্য সন্তান ডাঃ জিয়া করিম, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, সদস্য প্রফেসর কামরুন নেসা রুনা, প্রফেসর নাসির উদ্দিন মাহমুদ, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর ওয়াজির আহমেদ, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তারেক ইকবাল ও অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুন নুর রোজী। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, এমপি বলেন, প্রফেসর এ এস এম ফজলুল করিম ও ডাঃ সাহিদা করিম পরিবারের সাথে আমাদের পরিবারের দীর্ঘকালের সম্পর্ক রয়েছে। ডাঃ সাহিদা করিম ছিলেন বাংলাদেশে আধুনিক মেটারনিটি সার্ভিসের অন্যতম প্রবক্তা। চট্টগ্রামে বেসরকারী খাতে চিকিৎসা সেবা তথা মেটারনিটি স্বাস্থ্য সেবা উনার হাত দিয়েই শুরু হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও তিনি প্রথম গাইনী ওয়ার্ড চালু করেন এবং নিজ উদ্যোগে এখানে মেটারনিটি চিকিৎসা সেবা চালু করেন। যা আজ হাসপাতালের অন্যতম বিশেষায়িত বিভাগ হিসেবে পরিচালিত হচ্ছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ উনার অবদান ও স্মৃতিকে ধরে রাখার উদ্যোগ গ্রহনের জন্য এবং হাসপাতালের অবস এন্ড গাইনী ওয়ার্ডকে “ডাঃ সাহিদা করিম অবস এন্ড গাইনী ওয়ার্ড” নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করায় আমি হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, প্রফেসর এ এস এম ফজলুল করিম বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম পথিকৃত। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপন্দ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা। উনার হাত ধরেই আজ থেকে চল্লিশ বছর আগে এই প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করে। আজ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সমগ্র বাংলাদেশে একটি পরিচিত নাম। চিকিৎসা সেবায় সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। হাসপাতালে অনেক নতুন নতুন চিকিৎসা সেবা সংযুক্ত হয়েছে। করোনাকালীন সময়ে করোনা রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকা দেশবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তিনি প্রফেসর এ এস এম ফজলুল করিমের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁকে আজকের অনুষ্ঠানে সম্মানিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।