জবি ছাত্রী হলে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩ অপরাহ্ন | সারাদেশ

অশ্রু মল্লিক প্রলয় (জবি প্রতিনিধি) :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর আমন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মহড়া।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা জোন-১ এর কমান্ডার মো: বজলুল রশিদের নেতৃত্বে হলের শিক্ষার্থীদের সরাসরি, ভার্চুয়ালি এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে হলের ১৩ তলায় রান্না ঘরে গ্যাস লিকেজ থেকে ছোট একটি অগ্নি কান্ডের ঘটনা ঘটে। তবে সেই অগ্নি কান্ডে তেমন কোনো বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।