ধান কাটায় ব্যস্ত পরিযায়ী শ্রমিক: মাঠে ফিরে এসেছে মৌসুমি প্রাণ

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

ধান কাটায় ব্যস্ত পরিযায়ী শ্রমিক: মাঠে ফিরে এসেছে মৌসুমি প্রাণ

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট): 


ধান কাটার মৌসুমে পাশের উপজেলা থেকে আগত পরিযায়ী কৃষি শ্রমিকদের উপস্থিতিতে মাঠে প্রাণ ফিরেছে। ভোরের আলো ফুটতেই কাস্তের টুংটাং শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। কৃষি শ্রমিক আবদুর রহমান জানান, পেটের দায়ে আর পরিবার চালানোর জন্যই ধান কাটতে আসা


দক্ষিণ তাফালবাড়ির কৃষক সুমন হাওলাদার বলেন, এই কৃষি শ্রমিক ছাড়া ধান ঘরে তোলা অসম্ভব। স্থানীয়দের না পাওয়ায় পুরো ভরসা তাদের ওপর। জমির মালিক নিরব হাওলাদার জানান, সময়মতো শ্রমিক থাকায় ধান নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই।


স্থানীয় বাসিন্দা দিবাস বেপারী বলেন, শ্রমিকরা এলে গ্রামে নতুন প্রাণ আসে, বাজারও সচল থাকে। শ্রমিক, কৃষক, মালিক ও স্থানীয়দের মিলিত প্রচেষ্টায় ধান কাটার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, মাঠে ফিরে এসেছে পুরনো মৌসুমি কর্মচাঞ্চল্যের ছোঁয়া।


সারাদেশ এর আরও খবর: