বিপন্ন মানবতা বনাম ড্রইং রুমের হাসি

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৩২ অপরাহ্ন   |   মতামত

বিপন্ন মানবতা বনাম ড্রইং রুমের হাসি

সফিকুর রহমান চৌধুরী: 

এখন সময় মানুষের পাশে দাড়ানোর। আল্লাহ সবাইকে ক্ষমতা দেয় না।কাউকে কাউকে দেয়।সারা পৃথিবীতে অনেক মানুষ ধনী।কাড়ি কাড়ি টাকা ব্যাংকে জমা।কিন্তু হায়! তারা নিতান্ত গরীব। কাউকে কিছু দান করার সামর্থ্য তাদের একদম নেই।টাকা কমে যাবে। ভয়। কিন্তু কিছু কিছু লোক আছে যাদের ব্যাংকে টাকা থাক বা না থাক মানুষের বিপদে ঠিকই দাড়িয়ে যায়।আপনি যদি টাকার মালিক হয়ে থাকেন এ-ই সময় মানবতার পাশে দাড়ানোর। আপনি সামান্য একটু খরচ করে মানুষের মনে স্থায়ী জায়গা করে নেবার এমন সুযোগ হারাবেন কেন? আপনি সুবিশাল ড্রইং রুমে বসে চিকেন থাই স্যুপ, ফ্রায়েড রাইস, গ্রীল্ড চিকেন সাথে জনিওয়াকার, রেড ওয়াইন, ভদকা নিদেন পক্ষে বিয়ারের অর্ডার করে ৫৬ ইঞ্চি এলইডি মনিটরে বিদেশী ফিল্ম দেখছেন কিন্তু একবার ভাবুনতো হাজার হাজার মানুষ একবেলা খেয়ে অন্য বেলা কি খাবে জানেনা।মাননীয় প্রধানমন্ত্রী একা সব চিন্তা করছেন। হ্যা আপনার জন্যও চিন্তা করছেন।আপনি কিভাবে আপনার শ্রমিকদের বেতন দেবেন, কিভাবে আবার ব্যাবসায় দাড় করাবেন সেই চিন্তা তিনি করছেন।আর আপনি? সুবিশাল ড্রইং রুমে বসে কি ভাবছেন তা আপনিই জানেন।কাজেই আসুন যে যতটুকু পারেন মানুষের পাশে দাড়ান। আপনি নিজে থেকে দিন অথবা আমাদের সংগঠন সূর্য শিশিরের মাধ্যমে দিতে পারেন।আমাদের কোন বৈষয়িক চিন্তা নেই।শুধু মানুষের উপকার করা।এখানে কেউ সভাপতি সেক্রেটারি নয়। সবাই কর্মী।নিবেদিত প্রান কর্মী। কল্যান কর্মী। আপনিও আমাদের দলে যোগ দিন।

আসুন আপনিও আমাদের স্বপ্নে সামিল হোন।মৃত্যু আমার আপনার দরজায় কড়া নাড়ছে। মানুষের জন্য কিছু করার এ-ই সময়।আমরা নিজেকে নিয়ে কেন এত ভাবছি? সবাইকে নিয়ে ভাবি।আল্লাহ আমাদের সঠিক বুঝ বুঝবার তৌফিক দিন।

(সফিকুর রহমান চৌধুরী এর ফেসবুক ওয়াল থেকে নেয়া)

মতামত এর আরও খবর: