পঞ্চগড়ে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

 প্রকাশ: ০৯ মে ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধিঃ


দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণার্ত   পঞ্চগড়ে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। মিলেছে স্বস্তি। কিন্তু স্বস্তির বৃষ্টি ডেকে আনলো কৃষক সবরাতুর সর্বনাশ।

জেলার তেঁতুলিয়া উপজেলায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে দুই গাভির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গোয়াল ঘরে থাকা ৪ থেকে ৫টি মুরগিও মারা গেছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে সবরাতুর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। পেশায় সবরাতু একজন কৃষক।

প্রতিবেশী আনান জানান, টানা একমাস দাবদাহের পর পঞ্চগড় জেলায় বিচ্ছিন্নভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত নামে। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে সবরাতুর বাড়ির গোয়াল ঘরে বজ্রপাত হলে দুইটি গাভিসহ মুরগিগুলো মারা যায়।

স্থানীয়রা জানান, মারা যাওয়া গাভী দুটির বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেন।


সারাদেশ এর আরও খবর: