চুয়াডাঙ্গায় আলী মুনছুর বাবু ও জীবননগরে হাফিজুর রহমান পূনরায় নির্বাচিত

 প্রকাশ: ১০ মে ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন   |   সারাদেশ

চুয়াডাঙ্গায়  আলী মুনছুর বাবু ও জীবননগরে হাফিজুর রহমান পূনরায় নির্বাচিত


রাকিবুজ্জামান (চুয়াডাঙ্গা) :

বেসরকারি ফলাফলে দামুড়হুদা উপজেলার মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান প্রার্থী আলি মুনছুর বাবু (আনারস) ৪৯ হাজার ৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে পূনরায় নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ এম জাকারিয়া আল মোটরসাইকেল  প্রতিকে ১৩ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।


এদিকে জীবননগর উপজেলার ৬২ টি ভোট  কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে হাফিজুর রহমান (কাপ পিরিচ) ৩৩ হাজার ৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস কে লিটন (আনারস প্রতিকে পেয়েছেন ২৩ হাজার ৫৬৪ ভোট।

গতকাল ৮মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলাকালে এদিকে, ভোটদানে বাধা ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে  জনকে আটক করে পুলিশ। এসময় এক ইউপি সদস্যকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক দুইজনকে থানায় নেওয়া হয়। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেন ও দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আবু সিদ্দিক ও চণ্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক। এরমধ্যে ইউপি সদস্য আবু সিদ্দিককে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম সাইফ।





সারাদেশ এর আরও খবর: