এম.এস মেটাল এবং গ্রীন ডাইনেস্টি পরিদর্শনে নেপাল এবং ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
এম.এস মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড এবং গ্রীন ডাইনেস্টি লিমিটেড পরিদর্শনে নেপাল ও ভারতের ব্যবসায়ীরা : উচ্ছ্বসিত প্রসংশায় ভাসালেন উদ্যোক্তাদের।
নেপালের জে বি এনার্জি লিমিটেডের পরিচালক সিভেক আগারওয়াল এবং ভারতের গ্রিডফ্রি সোলার এনার্জি লিমিটেডের পরিচালক চৈতানিয়া আগারওয়াল সম্প্রতি এম.এস মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন বেঙ্গল বি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন রাজু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।