আনোয়ারা খানম এর কবিতা "হাত"

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪০ পূর্বাহ্ন   |   সোস্যাল মিডিয়া

আনোয়ারা খানম এর কবিতা "হাত"

"হাত"

হাত দু' খানি করলে সম্প্রসারিত
হলেও হতে পারে অসাধ্য সাধিত,
মানব মানবীর পরম আস্থায় হাতে হাত
পাঁড়ি দিতে পারে অমাবস্যার তিমির রাত।

যখন তখন নিতে চাইলে এক হাত
সংঘর্ষ সংঘাতে হতেও পারে জীবনপাত!
আবার শক্ত হাতে কষে, একটি চপেটাঘাত
ভ্রান্তির পরিসমাপ্তি, আনতে পারে সুপ্রভাত।

কোন কোন হাতের স্পর্শ এমনও তো হয়
সারাটি জীবন পাথেয় হয়ে সাথে সাথে রয়,
প্রভুর প্রার্থনাতেও তাঁর ই দান অকৃপণ
হাত দু'টিই নিরবে নিভৃতে সক্রিয় স্বজন।।


আনোয়ারা খানম
ঢাকা, ০৬.০৮.২০২০

সোস্যাল মিডিয়া এর আরও খবর: