স্বর্গীয় মাতার স্মৃতি রক্ষায় নাঈম হাজং এর ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি শুভ উদ্বোধন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭ অপরাহ্ন | সোস্যাল মিডিয়া
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ললিত বিপিন হাজং ছাত্রাবাস সুসং দুর্গাপুরে মৗয়ৗ (মা) লাইব্রেরি শুভ উদ্বোধন হয়েছে। উক্ত লাইব্রেরিতে হাজং জাতিগোষ্ঠীর দুর্গাপুর, বিরিশিরি ও কলমাকান্দায় অধ্যয়নরত শিক্ষার্থীসহ বই পড়তে ইচ্ছুক হাজংদের মধ্যে সকলের সুযোগ থাকবে। লাইব্রেরিটি মূলত নাঈম হাজং এর ব্যক্তিগত উদ্যোগে তার স্বর্গীয় মাতা শ্রীমতি সুরতী হাজং এর প্রতি উৎসর্গিত করে হাজং জাতির মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক ক্ষুদ্রতম প্রচেষ্টা।
নাঈম হাজং বলেন, ব্যক্তি ও জাতির জীবন বিকাশে লাইব্রেরির কোন বিকল্প নাই৷ বই এমন এক ধনাগার যেখানে লুকায়িত জগতের যাবতীয় জ্ঞান এবং অভিজ্ঞতা৷ বই পড়ার মধ্য দিয়ে মানুষ হয়ে উঠে স্বশিক্ষিত৷ একাডেমিক শিক্ষার মাধ্যমে মানুষ ডিগ্রি অর্জন করে৷ কিন্তু সেই শিক্ষা কখনই পূর্ণতা পায় না যতক্ষণ পর্যন্ত তার মাঝে স্বশিক্ষা যুক্ত না হয়৷ একজন স্বশিক্ষিত মানুষ বোধগম্য কারণেই হয়ে থাকে আত্ম-মর্যাদাবোধ সম্পন্ন৷ তার দৃষ্টিভঙ্গি হয় প্রসারিত এবং ইতিবাচক৷ সে যুক্তিবাদী এবং বিবেক শাসিত৷ সে নিজের জন্য যেমন কল্যাণের পথ খোঁজে নিতে পারে, তেমনি অন্যকেও সঠিক পথের আলো দেখাতে পারে৷ যে সমাজে এমন শিক্ষিত লোকের সংখ্যা যতবেশী, সেই সমাজ ততবেশী সংহত, সমন্বিত এবং গতিশীল৷