আনোয়ারা খানম এর কবিতা "বন্ধুত্ব "
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:২০ অপরাহ্ন | সোস্যাল মিডিয়া
"বন্ধুত্ব "
আনোয়ারা খানম
বন্ধুত্বের আলো দিকে দিকে জ্বালো
কাটবে আঁধার আসবে আলো,
প্রমান্তিময় হৃদয় লাগবে ভালো
দিগন্ত প্রসারিত আলো আর আলো।
বন্ধুত্বে হৃদ্যতা মূল্যবোধের জাগরণ
মিথ্যচার পরশ্রীকাতরতার অপনয়ণ,
সম্প্রীতি সৌহার্দ্য আন্তরিকতার আগমন
শিরায় শিরায় পবিত্রতার অবগাহন।
হাতে হাত মনে মন সুখ ভ্রমন
বন্ধুরতায়ও আলোকিত জীবন,
সহযোগিতা সহসমর্মিতায় সকলে আপন
বিনির্মিত হবে ভুবনমহিনী সমৃদ্ধ ভুবন।।
আনোয়ারা খানম
ঢাকা,০৮.০৯.২০২০