আনোয়ারা খানম এর কবিতা "আমার স্রষ্টা আমার ধর্ম"

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৮:৫১ অপরাহ্ন   |   সোস্যাল মিডিয়া

আনোয়ারা খানম  এর কবিতা "আমার স্রষ্টা আমার ধর্ম"


"আমার স্রষ্টা আমার ধর্ম"

আনোয়ারা খানম



সুবহে সাদিকে শয্যা ত্যাগ করে

ফযর সালাত আদায় করি,

সৃষ্টি করেছেন প্রভু মোদের তাঁর

তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

দোয়া দুরুদ কোরআন কেতাব

ঈমান আকিদায় আমল করি,

সফল জীবন প্রত্যাসায়, প্রভুর

তরে নিবিষ্ট মনে প্রার্থনা করি।

দান-দোয়া-দাওয়ায় জীবনের

জয়গান গাই,

যা দিয়েছেন প্রভু মোদের তাতেই

সন্তুষ্টি  জানাই।

স্রষ্টার সৃষ্টির প্রতি, সেবা- সহযোগিতার

হাত বাড়াই,

ইহকাল পরকালের জন্য, প্রভুর্র নির্দেশিত

পথে ছুটে বেড়াই।

হিংসা দ্বেষ  পরশ্রীকাতরতা করি

চিরতরে পরিহার,

সুসংহত করি মানবের তরে এ ভব

জগৎ-সংসার।

সৎ নিয়ত, হালাল রুজিতে

বরকতময় জীবন-যাপন,

জীবনের মিশন সমাপান্তে

পবিত্রতায় অনন্ত গমণ।।



আনোয়ারা খানম , মিরপুর,ঢাকা

১৭.১০.২০

সোস্যাল মিডিয়া এর আরও খবর: