নানকপুত্র সায়ামের নবম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৪ অপরাহ্ন | রাজনীতি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম উর রহমান সায়ামের নবম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০১১ সালের এই দিনে কক্সবাজারের চকরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হবে। সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আজ স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআন এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের বাবা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও মা সৈয়দা আরজুমান বানু নার্গিস করোনাভাইরাসের কারণে নিজ নিজ অবস্থানে থেকে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

