আখতার কেন জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ করল না, প্রশ্ন তাসনূভার
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন | রাজনীতি
কোরবানি নিয়ে রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের বক্তব্যের প্রতিবাদ না করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ক্ষোভ জানান তিনি। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আখতার হোসেনের সঙ্গে আসন সমঝোতাকে ‘হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও বড় কোরবানি’ বলে উল্লেখ মন্তব্য করে গত ৮ জানুয়ারি একটি বক্তব্য দেন জামায়াতের রংপুর মহানগরের আমির। পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় ওই মতবিনিময় সভায় সে সময় মঞ্চে আখতার হোসেনও উপস্থিত ছিলেন।
ওই বক্তব্যের সময়ের ছবি শেয়ার করে তাসনূভা লিখেছেন, ‘এই ছবিটা ভীষণ ডিস্টার্বিং আমার জন্য। গতকাল থেকে আমি এটা মাথা থেকে সরাতে পারছি না। এজন্য না যে জামাতের নেতা ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছে, একেবারেই না কারণ ইটস নট সারপ্রাইজিং বরং এজন্য যে আমি কোথাও দেখিনি আখতার এর প্রতিবাদ করেছে। কেন সাথে সাথেই এর প্রতিবাদ করল না, করলেও সেটা কেন নিউজ হলো না?’
তিনি লিখেছেন, ‘জুলাই এ আখতারের একটা আইকনিক ছবি ছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সম্ভবত ওই ছবিই তাকে টিএসসির বাইরে পরিচিতি এনে দিয়েছিল। আমার স্মৃতি ওই ছবিটা সরিয়ে এই ছবি বসিয়েছে অলরেডি। এই ছবি আমার ব্যক্তিগত পরাজয়, সম্ভবত আমার রাজনৈতিক অভিষেক এদের সাথে হয়েছে এটা আমাকে অনেকদিন যন্ত্রণা দেবে। ’
তাসনূভা লিখেছেন, ‘আখতার হয়তো এই পোস্ট দেখে মন খারাপ করবে বা মেজাজ করবে যে আপু আর কাউকে নিয়ে লিখলো না অথচ আমাকে নিয়ে এভাবে বলল। কারণ বরাবরই পছন্দের মানুষের কাছেই আমাদের প্রত্যাশা বেশি থাকে, তারাই কষ্ট দিতে পারে। বাকিদের কষ্ট দেয়ার সাধ্য নাই, বেশি থেকে বেশি ধোঁকা দিতে পারে। ’
