ভ্যাকসিন বিতরণ: রাজ্যগুলোকে প্রস্তুত হওয়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:১০ অপরাহ্ন | আন্তর্জাতিক

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের মধ্যে প্রয়োগ করার জন্য যুক্তরাষ্টের রাজ্যগুলোকে অক্টোবরের শেষ নাগাদ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের উচ্চ ঝুঁকিতে থাকা বাসিন্দাদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশও দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন( সিডিসি)। বুধবার এ সংক্রান্ত কিছু নথি প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। অর্থাৎ ট্রাম্প প্রশাসন নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে চাচ্ছেন।
করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সিডিসির এক মুখপাত্র রয়টার্সকে বলেন, সিডিসি রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিন বিতরণের কাজ করানোর জন্য কিছু নির্দিষ্ট পরিকল্পনা অনুমান করে রাজ্যগুলোর কাছে দিয়েছে । সম্ভবত অক্টোবরে এবং নভেম্বর মাসে সীমিত পরিমাণে ভ্যাকসিন থাকতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সিডিসি’র পক্ষ থেকে ভ্যাকসিন বিতরণের যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য এবং পাঁচটি বড়ো শহরের যোগাযোগ করা হয়েছে।
এদিকে শীর্ষ মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন যে নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে করোনার কোন ভ্যাকসিন নিরাপদ সেই ব্যাপারে পর্যাপ্ত তথ্য জানা যাবে।