রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের রোটাবর্ষের প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন | জেলার খবর

ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোটারিয়ান পিডিজি এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারী ক্লাবগুলো আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানদের আন্তরিকতা ও কার্যক্রমের মাধ্যমে মানব সেবায় রোটারী ক্লাবগুলো দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, যারা নিঃস্বার্থে দেশ-জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাদের মধ্যে অন্যতম রোটারিয়ানগণ। তিনি বলেন, দুঃস্থ-অসহায় গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর খাবারের ১ মাসের প্যাকেজ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর মত অন্যান্য রোটারী ক্লাবগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
এম আতাউর রহমান পীর গত ১২ জুলাই শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর ২৫-২৬ রোটা বর্ষের ১ম নিয়মিত সভা ও ৪টি প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়াউর রহমান খান চৌধুরী’র সভাপতিত্বে ও ক্লাব সচিব সুমন দেব এবং অনুষ্টান পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার অংশুমান ভট্টাচার্য্য ।
গর্ভকালীন স্বাস্থ্য সেবা এবং শিশু স্বাস্থ্য সেবা বিষয়ে বক্তব্য করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান পিপি মোহাম্মদ কবির উদ্দিন, রোটারিয়ান পিপি হাসান কবির চৌধুরী,
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর সদস্য রোটারিয়ান ফয়সল করীম মুন্না, রোটারিয়ান মারুফ আহমদ, রোটারিয়ান লিপু সিংহ, রোটারিয়ান দেবব্রত দাশ, সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেছেন রোটারিয়ান এবিএম মহসিন উদ্দিন।
অনুষ্ঠানে দুঃস্থ-অসহায় গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর খাবারের ১ মাসের প্যাকেজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।