জুনিয়রদের সমকামিতায় বাধ্য ও যৌন হেনস্তা: ৭ ইসরায়েলি সেনা আটক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

ইসরায়েলি বিমানবাহিনীর জুনিয়র সেনাদের সমকামিতায় বাধ্য করা, যৌন হেনস্তা এবং হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সাত সেনাকে আটক করা হয়েছে। আটক সেনারা বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে কর্মরত ছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল (৯ জুলাই) জানিয়েছে, গত রাতে এই সাত সেনাকে আটক করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মিলিটারি পুলিশ সূত্রে জানা যায়, তারা 'দীক্ষ অনুষ্ঠানের' সময় গুরুতর অপরাধ করেছে এবং তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ১৩৬নং এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সিনিয়র সেনারা কয়েকজন জুনিয়র সেনার সঙ্গে যৌন নিপীড়ন ও নির্যাতনের মতো কাজ করেছে।
ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনার সঙ্গে এই অপরাধগুলো ঘটেছে, যার মধ্যে রয়েছে সমকামিতায় বাধ্য করার অভিযোগ। পাশাপাশি যৌন হেনস্তা, মারধর, হুমকি এবং অন্যান্য যৌন অপরাধের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ কারণে তারা বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে পারেনি, তবে এই ধরনের ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে।