সমাপ্ত হলো শিবচর থিয়েটার এর ১০ দিনব্যাপী অভিনয় ও আবৃত্তি কর্মশালা

 প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ০২:৪৯ অপরাহ্ন   |   বিনোদন

সমাপ্ত হলো শিবচর থিয়েটার এর ১০ দিনব্যাপী অভিনয় ও আবৃত্তি কর্মশালা

গত সোমবার শিবচর থিয়েটার এর ১০ দিনব্যাপী অভিনয় ও আবৃত্তি কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে চৌধুরী শিল্পকলা একাডেমিস্থ থিয়েটার এর নিজস্ব মহড়া কক্ষে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা-নির্দেশক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সহ সভাপতি নাট্যজন অনন্ত হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর দপ্তর সম্পাদক নাট্যজন খোরশেদ আলম, কর্মশালার প্রশিক্ষক শাহীন রহমান প্রমুখ। 

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবচর থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন রেজা।

শিবচর থিয়েটার এর একদল নবীন নাট্যকর্মী এই প্রশিক্ষণ গ্রহণ করেন।