শিবচর থিয়েটার এ চলছে ১০ দিনব্যাপী অভিনয় ও আবৃত্তি কর্মশালা
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০২:৩৬ অপরাহ্ন | বিনোদন

শিবচর থিয়েটার এর ১০ দিনব্যাপী অভিনয় ও আবৃত্তি কর্মশালা চলছে চৌধুরী শিল্পকলা একাডেমিস্থ থিয়েটার এর নিজস্ব মহড়া কক্ষে। কর্মশালা চলবে ১৫ জুলাই পর্যন্ত। গত শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যজন মান্নান হীরা, সাইফুল হাসান মিলন- জেলা কালচারাল অফিসার, মাদারীপুর, প্রশিক্ষক শাহীন রহমান প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর থিয়েটার এর সভাপতি জনাব ইউসুফ মুরাদ খান, পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবচর থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন রেজা।
প্রথমদিন কর্মশালায় প্রশিক্ষণ দেন নাট্যজন মান্নান হীরা এবং শাহীন রহমান।
প্রশিক্ষণ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজা আরিফ, একই বিভাগের প্রভাষক জনাব ফাহিম মালেক ইভান, মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা- নির্দেশক অনন্ত হীরা। শিবচর থিয়েটার এর একদল নবীন নাট্যকর্মী প্রশিপ্রশিক্ষণ নিচ্ছে।