মাধবপুরে নিজের বাবা ও সৎ মায়ের নিষ্ঠুরতা থেকে তরুণী কে উদ্ধার করল ওসি রাজ্জাক

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৬ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ



শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ):   হবিগঞ্জের মাধবপুরে মানবিক পুলিশের হস্তক্ষেপে জন্মদাতা পিতা ও সৎ মায়ের নিষ্ঠুরতা থেকে মুক্তি পেয়ে চিকিৎসকের কাছে যেতে পেরেছে ফাহমিদা ১৮ বছর বয়সী তরুণী। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের স্টাফ আলী আকবরের বাসা থেকে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এস আই রাজীব দেব বিদ্যুৎ কেন্দ্রের কোয়ার্টার গোমতি বিল্ডিং এর একটি কক্ষ থেকে ৫ মাস যাবত অবরুদ্ধ থাকা যুবতী কে উদ্ধার করে। সামান্য জ্বর হওয়ার অজুহাতে ১৮ বছরের ওই যুবতী কে বিনা চিকিৎসায় একটি কক্ষের ভিতরে অনহারে অর্ধাহারে আটকে রাখার অভিযোগ জন্মদাতা পিতা আলী আকবর ও সৎ মা'র বিরুদ্ধে। সেবা যত্ন না থাকায় ফাহমিদার অবস্থা খুবই সংকটাপন্ন বলে ডাক্তার সাবরীনা সুলতানা জানিয়েছেন। মেয়েকে পরপুরুষ দেখে ফেলবে এই জন্য চিকিৎসকের কাছে না নিয়ে ঘরে রেখে চিকিৎসা করানোর কথা জানিয়েছেন ফাহমিদার বাবা আলী আকবর। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীর বলেন  ফাহমিদার বাবা আলী আকবর একাধিক বিয়ে করেছে এবং সৎ মা ছিল পুরোপুরি উদাসীন। কোন খবরই নিত না ফাহমিদার। আজ মাধবপুর থানার ওসি এই অমানবিকতার খবর পেয়ে চিকিৎসক ডাঃ সাবরিনা সুলতানাসহ ওই বাসায় উপস্থিত হয়ে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে এম্বুল্যান্স এনে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন।





আইন-আদালত-অপরাধ এর আরও খবর: