মাধবপুরে সরকারী জায়গায় ঘর : গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:১৭ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

মাধবপুরে সরকারী জায়গায় ঘর : গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন




শেখ জাহান রনি (মাধবপুর ,হবিগঞ্জ):  

হবিগঞ্জের মাধবপুর বাজারে সরকারী জায়গা দখল করে রাত আধার ঘর নির্মান। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালেই নব নির্মিত অবৈধঘরটি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে মাধবপুর পৌর শহরের উপজেলা রোডে শাহগাজী খানের ছেলে মঈন উদ্দিন খাঁন একটি জায়গায় একটি টিনশেড ঘর নির্মান করে। এমন সংবাদ জানতে পেরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রট শেখ মঈনুল ইসলাম মঈন সার্ভেয়ার নিয়ে মাপঝোক করে নির্মিত ঘরটি গুড়িয়ে দেয়। বিগত বছর মাধবপুর বাজারের ভিতরে সরকারী কয়েক একর ভূমি উদ্ধার করেছিল প্রশাসন। উদ্ধারকৃত ভূমিকে পুনরায় দখলের পায়তার করে আসছে ভূমি খেকোরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন অনুমোদন ছাড়া সরকারী এক ইঞ্চি জায়গাও কাউকে দখল করতে দেওয়া হবে না। যেখানে বেদখল মূহুর্তেই সেখান চলবে উছদ।



আইন-আদালত-অপরাধ এর আরও খবর: