ঘোড়াঘাটে অনলাইন নিউজ পোর্টাল ঘোড়াঘাট সময় এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ঘোড়াঘাটে অনলাইন নিউজ পোর্টাল ঘোড়াঘাট সময় এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে অনলাইন নিউজ পোর্টাল ঘোড়াঘাট সময় এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় ঘোড়াঘাট আর,সি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হল রুমে ঘোড়াঘাট সময় এর এ্যাডমিন ও ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম জীমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বি, এন,পির সভাপতি আবদুস ছাত্তার মিলন। এ সময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মোঃ মোক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপি, মোহাম্মদ ফরিদ আলম সাংগঠনিক সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপি ও আল মামুন সরকার সাংগঠনিক সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপি সহ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ঘোড়াঘাট সময় পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি আবদুস ছাত্তার মিলনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়,এর পরেই প্রবীন সাংবাদিক জিল্লুর রহমানকে মরণোত্তর সম্মাননা স্মারক তার ছেলের হাতে তুলে দেয়া হয়। পরিশেষে প্রবীন সাংবাদিক মরহুম জিল্লুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।পরে অত্র পত্রিকার ৪র্থ বর্ষের কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিক শামসুল ইসলাম সামু, শফিকুল ইসলাম শফি,সোহানুজামান, সুলতান কবির,মীর হান্নান, রাফসান জানি শুভ ও ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সহ সুধীজন উপস্থিত ছিলেন।

মিডিয়া কর্নার এর আরও খবর: