ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম। শনিবার (২ আগস্ট) এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয় ঢাকা পোস্টের প্রকাশনা প্রতিষ্ঠান বিজয় বাংলা মিডিয়া লিমিটেড।

শনিবার (২ আগস্ট) নতুন দায়িত্ব গ্রহণের পর কামরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির কর্মীরা।

মো. কামরুল ইসলাম একজন অভিজ্ঞ জনসংযোগ বিশেষজ্ঞ তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে কর্মরত আছেন।

এর আগে কামরুল ইসলাম ইউনাইটেড এয়ারওয়েজ এবং জিএমজি এয়ারলাইন্সের বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর লেখালেখির দক্ষতাও প্রশংসনীয়। বিমান ও পর্যটন বিষয়ে ‘Blackbox’ নামে তার একটি বই প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে নিয়মিত তাঁর লেখা কলাম প্রকাশিত হয়। তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার, যিনি নিয়মিত টিভি টকশো এবং কমিউনিকেশন বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন।

অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্যা ইয়ার-২০২৪’সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। কামরুল ইসলাম একজন দক্ষ সংগঠক, যিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি অ্যাভিয়েশন ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস ছিলেন (১৯৯৪-৯৫), ছিলেন সাস্ট ক্লাব লিমিটেডের (২০১৯-২১) সাবেক সভাপতি।

মিডিয়া কর্নার এর আরও খবর: