আমি খালি হাতে এসেছি আমার হাতটা ভরে দেবেন : উঠান বৈঠকে রুমিন ফারহানা

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন   |   জেলার খবর

আমি খালি হাতে এসেছি আমার হাতটা ভরে দেবেন : উঠান বৈঠকে  রুমিন ফারহানা


মোজাম্মেল পাঠান (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া )  :

ব্রাহ্মণবাড়িয়ার -২ (সরাইল - আশুগঞ্জ) ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল পানিশ্বর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ১২জানুয়ারি বিকালে নির্বাচনী প্রচারণার সময় উঠান বৈঠক হয়ে উঠে জনসভায়। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ এর সতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা  বক্তব্য বলেন ১২  ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমি খালি হাতে ভোটের জন্য  এসেছি  আপনাদের কাছে আপনারা  আমার হাতটা ভরে দেবেন। আমি জানি পানিশ্বর এলাকা নদী ভাঙ্গন কবলিত এলাকা, আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এই এলাকা নদী ভাঙ্গন থেকে রক্ষায়  বেড়িবাধ তৈরি করা।   আল্লাহ  যদি আমাকে কবুল করেন আপনাদের সকলের ভোটে , আল্লাহ যদি আমার দিকে তাকান সংসদ সদস্য নির্বাচিত করেন মেঘনা নদীর  পাড়ে স্থায়ী বেড়িবাঁধ  করে দেব ইনশাআল্লাহ।  সারা বাংলাদেশে আর কোন জায়গায় এত অবহেলিত   উপজেলা দেখি নাই বিশেষ করে  সরাইল- আশুগঞ্জ উপজেলার মত। কথা দিচ্ছি আমি এমপি নির্বাচিত হলে এই জনপদ আর অবহেলিত থাকবে না।   আমরা কিন্তু ১৮ সালে কাক পক্ষী বাহির হতে পারিনি তবুও সাত্তার উকিল কে ভোট দিয়ে এমপি বানাইছেন। 

জেলার খবর এর আরও খবর: