কনকনে ঠান্ডায় ফুটপাতে শীতের পোশাকের দারুণ বিক্রি

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন   |   ভিন্ন খবর

কনকনে ঠান্ডায় ফুটপাতে শীতের পোশাকের দারুণ বিক্রি

সঞ্জয় কুলু( শরনখোলা, বাগেরহাট):

কনকনে শীত পড়তেই শহরের ফুটপাতগুলোতে বেড়েছে শীতের পোশাকের বেচাকেনা। ভোর থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে ফুটপাতের দোকানগুলো। সোয়েটার, জ্যাকেট, হুডি, মাফলার ও শীতের টুপি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি।

ফুটপাতের বিক্রেতা ফারুক হাওলাদার জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি ভালো হচ্ছে। তিনি বলেন, “এবার ঠান্ডা একটু বেশি। তাই সাধারণ মানুষ সাশ্রয়ী দামে শীতের পোশাক কিনতে ফুটপাতেই আসছেন। প্রতিদিনের বিক্রি আগের চেয়ে ভালো।"

ক্রেতা তারেক মল্লিক বলেন, “শীত হঠাৎ বেড়ে গেছে। বাজারের তুলনায় এখানে কম দামে ভালো মানের পোশাক পাওয়া যাচ্ছে। তাই ফুটপাত থেকেই কিনলাম।"

বিক্রেতারা আশা করছেন, সামনে শীত আরও বাড়লে বিক্রি আরও বৃদ্ধি পাবে। ফুটপাতের এই শীতের বাজার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বড় ভরসা হয়ে উঠেছে।

ভিন্ন খবর এর আরও খবর: