দাগনভূঞা ফাউন্ডেশনের প্রীতি সমাবেশ দাগুনভুঞা বাসীর মিলনমেলা পরিণত
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন | ভিন্ন খবর
গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দাগনভূঞা ফাউন্ডেশন এর উদ্যোগে দাগনভূঞা বাসীর এক প্রীতি সমাবেশ দেশের শিল্প বাণিজ্যের আইকন, মাল্টিমোড গ্রুপের সিইও দাগনভূঞা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক স্বপ্নীল চেয়ারম্যান মনজুরুল আলম টিপুর সঞ্চলনা দাগনভূঞা বাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে দাগনভূঞার সর্বস্তরের পেশাজীবীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।
উক্ত দাগনভূঞা বাসীর প্রীতি সমাবেশে ফাউন্ডেশনের আজীবন সদস্যদের কে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দাগন ভুঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম,এ রব,সহ-সভাপতি আব্দুর রশিদ ভুলু,অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রকৌশলী এনায়েতুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহরম জাহাঙ্গীর কবির চৌধুরীর সহধর্মিনী মাহবুবা চৌধুরী, আইনুল কবির মুকুল, হারুনুর রশিদ, মাদানি হাসপাতালের চেয়ারম্যান মাইনুদ্দিন, ঢাকাস্থ দাগন ভুঞাযুব ফোরামের সহ-সভাপতি আব্দুল হালিম লিটন, বোরহানুল চৌধুরী জাভেদ,দাগন ভূঁইয়া ব্রাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মহুরম হামিদুল হক সাহেবের ছেলে টুটুল, কবি ও সাহিত্যিক আরিফ মাইনুদ্দিন, নোফেল সংযোগের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন মাসুক, কৃতি শিক্ষার্থী তাহসিনা তাবাসসুম অনুভা প্রমুখ ,
আব্দুল আউয়াল মিন্টু তার বক্তব্যে বলেন দাগনভূঞার সাথে দলবল নির্বিশেষে সকল মানুষকে একযোগে কাজ করতে হবে, আমি দাগনভূঞা কে ভালোবাসি আমার মৃত্যু যেখানে হোক না কেন, আমাকে যেন দাগনভুঞাতে কবরস্থ করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে এবং সকলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভাপতির বক্তব্য শেষ করেন । আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সকল সমাপ্তি হয়।
