উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন | ভিন্ন খবর
মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার তার কর্মী- সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়পত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান বেপারী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারী ও ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার প্রমুখ। মনোনয়নপত্র জমা দেয়ার পরে খোকন তালুকদারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পযার্য়ের হাজার-হাজার নেতাকর্মীরা উপস্থিত হন।
