খেজুর গাছ কমে গেছে, নেই রসের ঘ্রাণ

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন   |   ভিন্ন খবর

খেজুর গাছ কমে গেছে, নেই রসের ঘ্রাণ

সঞ্জয় কুলু ( শরনখোলা, বাগেরহাট):


শীত এলেও শরনখোলা উপজেলার গ্রামগুলোতে আর আগের মতো খেজুরের রসের ঘ্রাণ পাওয়া যায় না। দিন দিন কমে যাচ্ছে খেজুর গাছ। ফলে ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের উৎপাদনও আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। একসময় শীত মৌসুমে ভোরবেলা গ্রাম রস সংগ্রহকারীদের ব্যস্ততায় এলাকা মুখর থাকলেও এখন সেই দৃশ্য খুবই বিরল।


স্থানীয় গাছি মনিরুল ইসলাম বলেন, “আগে এই এলাকায় অনেক খেজুর গাছ ছিল। এখন গাছই নেই বললেই চলে। গাছ কাটা হচ্ছে, কিন্তু নতুন করে গাছ লাগানো হয় না।চ্ তিনি আরও জানান, রাসায়নিক মিশ্রিত গুড় ও বিকল্প মিষ্টির কারণে খেজুর গুড়ের কদরও কমে গেছে।


কৃষক শাহজাহান হাওলাদার বলেন, “খেজুর গাছ রক্ষা করা গেলে আমাদের বাড়তি আয় হতো। কিন্তু সচেতনতার অভাবে কিছুই হচ্ছে না।চ্


স্থানীয়দের মতে, দ্রুত পরিকল্পিতভাবে খেজুর গাছ রোপণ ও সংরক্ষণ না করলে এই গ্রামীণ ঐতিহ্য ভবিষ্যতে হারিয়ে যাবে।

ভিন্ন খবর এর আরও খবর: