দুবলারচরের রাস উৎসবে শুধুমাত্র পুণ্যার্থীদের প্রবেশ অনুমতি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচরের আলোরকোলে আসন্ন রাস উৎসবে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার প্রতিরোধ ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর ভোরে সাগরের জোয়ারের লোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এই তিন দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব। আলোরকোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশজুড়ে আসা পুণ্যার্থীরা পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন।
বন বিভাগ জানিয়েছে, পুণ্যার্থীদের যাতায়াতের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ। উৎসব ঘিরে সুন্দরবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে; বন বিভাগ, কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “এই বছর রাস উৎসবে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই অংশ নিতে পারবেন। বন রক্ষায় আমরা সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই।"
