সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন গোপালগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন   |   জেলার খবর

সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন গোপালগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি ওবায়দুর




গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. ওবায়দুর ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওবায়দুর ইসলাম। তিনি বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এখন থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার ওপর কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। সে কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।


জেলার খবর এর আরও খবর: