লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি মুহাম্মদ জুবায়ের -সম্পাদক তাইছির মাহমুদ

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি মুহাম্মদ জুবায়ের  -সম্পাদক তাইছির মাহমুদ


উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। রোববার, ২৮ জানুয়ারি লন্ডনের স্থানীয় একটি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪১ ভোট পেয়ে  সভাপতি নির্বাচিত হয়েছেন  মুহাম্মদ জুবায়ের । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ নাহাস পাশা, তার প্রাপ্ত ভোট ১৩৯। সাধারণ সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন তাইছির মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোসলেহ উদ্দিন আহমদ, তার প্রাপ্ত  ভোট  ১০৩।  কোষাধ্যক্ষ পদে ১৫৭ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন  সালেহ আহমদ। নির্বাচনে অংশ নিতে বৃটেনের বিভিন্ন শহর থেকে ভোটারগণ লন্ডনের ভোট কেন্দ্রে আসেন।  সুশৃংখলভাবে সারাদিন ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে জুবায়ের -তাইছির -মুরাদ  এবং নাহাস -মোসলেহ -সালেহ এই  দুটি প্যানেলে প্রার্থীরা প্রদ্বন্দিতা করেন।

তাছাড়া স্বতন্ত্র  হয়েও কিছু প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।   এবারের মোট ভোটারের মধ্যে ১টি ভোট ছাড়া সবগুলো কাস্ট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বজলুর রশিদ (এমবিই)।


বিভিন্ন পদে নির্বাচিতদের মধ্যে অন্যান্যরা হলেন ,কোষাধ্যক্ষ: সালেহ আহমদ প্রাপ্ত ভোট ১৫৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী: আবদুল কাদির চৌধুরী মুরাদ প্রাপ্ত ভোট ১২১.সিনিয়র সহ-সভাপতি: ব্যারিস্টার তারেক চৌধুরী প্রাপ্ত ভোট ১৯১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী: মোশতাক বাবুল ১৮৬।  সহসভাপতি: সাঈম চৌধুরী প্রাপ্ত ভোট ১৪৩,নিকটতম প্রতিদ্বন্দ্বী : রহমত আলী প্রাপ্ত ভোট ১৩৬.সহ-সাধারণ সম্পাদকঃ রেজাউল করিম মৃধা প্রাপ্ত ভোট ১৪৩, সহ-কোষাধ্যক্ষ: ইব্রাহীম খলিল প্রাপ্ত ভোট ১৫৬, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক: আকরাম হোসেন প্রাপ্ত ভোট  ১৬৮,নিকটতম প্রতিদ্বন্দ্বী: এমরান আহমদ প্রাপ্ত ভোট ১১৩,মিডিয়া এন্ড আইটি সম্পাদক: আবদুল হান্নান প্রাপ্ত ভোট ১৯০, ইভেন্ট সম্পাদক: রুপি আমিন প্রাপ্ত ভোট ১৭৭,নির্বাহী সদস্য: সাহিদুর রহমান সোহেল প্রাপ্ত ভোট ১৭৬, ফয়সল মাহমুদ প্রাপ্ত ভোট ১৭১,মরিয়ম পলি রহমান প্রাপ্ত ভোট ১৫৫, জাকির হোসেন কয়েস প্রাপ্ত ভোট ১৩৭, আনোয়ার শাজাহান প্রাপ্ত ভোট ১৩১. উল্লেখ্য  নির্বাচিত কমিটি আগামী  বছরের জন্য  লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিচালনা করবে।

মিডিয়া কর্নার এর আরও খবর: