বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন | সারাদেশ

শিব্বির আহমদ, (সিলেট):
সিলেটের ওসমানীনগরে শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলার উমরপুর সারং বাড়ীতে ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা খালেদুর রহমান ও তার পরিবারের পক্ষ থেকে এলাকার প্রায় দেড়শতাধিক লোককে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আব্দুর রব,মনজুর মিয়া,কবি ইব্রাহিম আলী,সাবেক ইউপি সদস্য তখলিছ মিয়া,আওলাদ মিয়া, সুন্দর আলী, ইয়াওর মিয়া,ইউপি সদস্য বদরুল আলী লেবু, যুবলীগ নেতা গয়াছ আলী, ফিরুজ মিয়া,নছির মিয়া,ছত্তার মিয়া,দীলিপ কুমার দেব,সেলিম মিয়া, শাহজাহান মিয়া, আমিনুর রহমান প্রমূখ।