ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন   |   রাজনীতি

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।  তিনি বলেন, এখন রাষ্ট্রের এসব সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। বুধাবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টের শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন, সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের যে সময় ছিল, তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল, তা সরকারকে দেবে। সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দেবেন। এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি-মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের রাতে কয়েশ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দেব না। সব থেকে ভালো লোক, যোগ্য লোককে ভোটটা দিতে হবে।



রাজনীতি এর আরও খবর: