ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন   |   জেলার খবর

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২



নাজিম বকাউল (ফরিদপুর ) : 



ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে এক্সপ্রেসওয়ের মডেল মসজিদে সামনে বাসের ধাক্কায় বিল্লাল খাঁন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২ আরোহী। 


বুধবার (৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খানেঁর পুত্র । এছাড়া আহতেরা হলেন হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুতগামী 

স্টার ডিলাক্স নামের একটি পরিবহনের পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি বাসের সামনে নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত ও দুই জন গুরুতর আহত হয়।  আহতদের দুই জনকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের একটি বাস ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মডেল মসজিদের সামনে পৌঁছালে তিন বাইক আরোহীকে চাঁপা দেয়। এই ঘটনাস্থলেই একজন বাইক চালক নিহত  এবং  দুই আরোহী আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।


এছাড়া বুধবার সকালে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে এক্সপ্রেসওয়ে উপর উল্টে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার সহ তিনজন গুরুতর আহত হয়। 


জেলার খবর এর আরও খবর: