নিউরো-ইকোনমিকস ও ইমিউনিটি পরস্পর সম্পর্কযুক্ত
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৪ অপরাহ্ন | সাক্ষাৎকার
(এহছান খান পাঠান)
মানুষের মস্তিষ্ক, স্নায়ুর ক্রিয়াকলাপ, ভাবাবেগ কীভাবে অর্থ রোজগার, বিনিয়োগসহ অর্থনীতিতে প্রভাব ফেলে সেটাই নিউরো-ইকোনমিকস এর বিষয়বস্তু ।
দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের নিবৃত্ত করা যাচ্ছে না, অর্থ উপার্জনের অনৈতিক পথ বন্ধ হচ্ছে না। অর্থপ্রাপ্তির অপ্রত্যাশিত ও নিত্যনতুন মোহ অনেকটা মাদকাসক্তির অনুরূপ। মানুষের স্নায়ুতন্ত্রের একই অংশ অর্থ রোজগারে অনৈতিক অংশগ্রহণেও প্রলুব্ধ করে। এছাড়া আর্থিক খাতে বৈধপথে উপার্জনের পথ সংকুচিত হয়ে পড়লে অবৈধ পথ প্রশস্ত হয়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মন্দ পথের কারবারিরা ও বড় ধনীরা আরো বেপরোয়া হয়ে পড়ে মুনাফা অর্জনের নেশায়। করোনা বা বাজেট এ দু’টোর কোনোটা নিয়েই বেশি চিন্তা করা ভালো না, শরীরের রোগ প্রতিরোধ শক্তি কমে।
(এহছান খান পাঠান, সম্পাদক,কিংসনিউজ২৪.কম)