দক্ষিণ লক্ষীপাশায় ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা আহত ১, ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন   |   সারাদেশ

দক্ষিণ লক্ষীপাশায় ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা আহত ১, ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ



সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষীপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে মোঃ তাজ উদ্দিনকে আহত করেছে। একই সাথে তার বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও ফলায়িত সবজি ক্ষেতের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার সময় বাদীর বাড়ি ও কৃষি ক্ষেতে।

এ ব্যাপারে দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে আহত মোঃ তাজ উদ্দিন বাদী হয়ে একই থানার লক্ষণাবন্দ গ্রামের মনির আলী ছেলে স্বপন চৌধুরী, মৌলভী আব্দুর করিমের ছেলে আব্দুস শহীদ, দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মৃত আকদ্দছ আলীর স্ত্রী রোকিয়া বেগম সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করে ১৮/১১/২০২৪ইং তারিখে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নং- ৩৮৭৬।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩নং বিবাদী রোকিয়া বেগম, বাদীর সৎ মা। তারা একই বসত বাড়িতে আলাদা আলাদা ঘরে বসবাস করেন। রোকিয়া বেগম সাথে বাদীর মা মৃত আজিবুন নেছার দলিল মূলে প্রাপ্ত ভূমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি বিজ্ঞ আদালতে স্বত্ত্ব বাটোয়ারা মামলা চলমান।

দক্ষিণ লক্ষীপাশা পশ্চিমপাড়া গ্রামে বাদী তাজ উদ্দিন তার মায়ের ভূমিতে শিম, লাউ সহ বিভিন্ন প্রজাতির সবজির চাষ করেছেন। যাতে ফল সহ ফসল আসা শুরু হয়েছে। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরিয়া ৩নং বিবাদী রোকিয়া বেগম এর হুকুমে তার মেয়ের জামাই ১নং বিবাদী স্বপন চৌধুরী এর নেতৃত্বে ২নং বিবাদী আব্দুস শহীদ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীগণ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে বাদীর চাষকৃত সবজি ক্ষেতের জমিতে অনধিকার প্রবেশ করে সবজি ক্ষেতে সকল গাছ কেটে ফেলে, এতে বাদীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার দিনে দুপুর ১ টার সময় সমূহ বিবাদীগণ তাজ উদ্দিনের বসত বাড়িতে প্রবেশ করে ১নং বাদী দা দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে বাদী মাথায় কোপ মারলে তিনি সরে যাওয়াতে কোপটি লক্ষভ্রষ্ট হয়ে বাদীর বাম পায়ের হাটুতে পড়ে কাটা রক্তাক্ত জখম হয়। তখন ২নং বিবাদী তার হাতে থাকা লোহার রড এবং অজ্ঞাতনামা বিবাদীগণ তাদের হাতে থাকা লোহার রড, কাঠের রুল সহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাথাড়ী আঘাত করে বাদীর শরীরের বিভিন্ন স্থানে নিলা, ফুলা, ছেচা জখম করে।

বাদী তাজ উদ্দিনের শোর-চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীগণ বাদীকে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলে যায়। উপস্থিত লোকজন বাদীকে জখমী অবস্থায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বাদী তাজ উদ্দিন। বিজ্ঞপ্তি

সারাদেশ এর আরও খবর: