লালমাইয়ে ধানক্ষেতে মিলল যুবকের লাশ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন | সারাদেশ
লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চিতে ধানক্ষেত থেকে ফারুক হোসেন (৩৫) নামের এক যুবকের দুই হাতের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে লালমাই থানাধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। নৃশংস এই হত্যায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ফারুক হোসেন উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামের জয়নাল আবেদীনের বড় ছেলে। দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। সে স্থানীয় মুজিবনগর বাজারে মুদি দোকান ব্যবসা ও চা বিক্রি করতেন।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেদোয়ান হোসেন বলেন, হরিশ্চর-কাশিনগর পাকা সড়কের দক্ষিণে ভুশ্চি গ্রামের আবদুল খালেকের ফসলি জমি থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই হাতের পেশির রগ কাটা । মরদেহ পড়ে থাকা জমির ৫শ গজ দূরে অন্তত ৩টি জমিতে রক্তের দাগ লেগে আছে। একটি জমির আইলের পাশে রক্ত ও একটি ব্লেড পাওয়া গেছে। এছাড়া সিগারেটের খালি প্যাকেট ও সিগারেটের ফিল্টার পাওয়া যায়।
নিহতের মা সামছুন্নাহার বলেন, রবিবার রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। সকালে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলের কোন শত্রু নেই। বন্ধুরাই হয়ত হত্যা করেছে। পুলিশকে আমি সব
বলবো।
স্থানীয় ইউপি সদস্য সফিকুর রহমান বলেন, সকালে ঘুম থেকে জেগে মানুষের হৈ-চৈ শুনে ঘটনাস্থলে যাই। ধানক্ষেতে গিয়ে দেখি আমাদের এলাকার ফারুক হোসেনের লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে। এরপর ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।