ওমর ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী : ফরিদপুর জেলা যুবদলের আলোচনা সভা ও দোয়া
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০১:২৫ অপরাহ্ন | জেলার খবর

নাজিম বকাউল (ফরিদপুর ) :
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে সাবেক সহ-সভাপতি ও জনপ্রিয় ছাত্রনেতা ওমর ফারুক এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুম ওমর ফারুক এর পিতা সালাম সিকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দিলা, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর , সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মোহাম্মদ সরন।
আলোচনা সভায় বক্তারা ওমর ফারুকের জীবন ও কর্ম তুলে ধরে বলেন, ওমর ফারুক জিয়াউর রহমানের আদর্শে একজন পরীক্ষিত খাঁটি সৈনিক ছিলেন।
তিনি ছিলেন সাধারণ মানুষের বিপদের বন্ধু । তিনি সাধারন মানুষের সাথে মিশতেন তাদের সুখে দুখে পাশে থাকতেন , যে কারণে সকল মানুষের সাথে তার সম্পর্ক ভালো ছিল ।
তারা আরো বলেন, স্বৈরাচার হাসিনা সরকার পতনের আন্দোলনে তার অবদান ছিল অনস্বীকার্য। দলের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। আজ ফরিদপুর যুবদলের যে অবস্থান তৈরি হয়েছে সেজন্য ওমর ফারুকের অনেক অবদান রয়েছে। উপস্থিত সকলেই মরহুম ওমর ফারুক এর রুহের মাগফিরাত কামনা করেন ।
অনুষ্ঠানের আলোচনার পরে জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মোঃ আকরামুজ্জামান এর পরিচালনায়
ওমর ফারুকের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।