বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন | ভিন্ন খবর

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধি দল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ-এর নেতৃত্বে গত সোমবার, ৩০ জুন ২০২৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল আইসিএমএবি-এর কার্যক্রম ও অগ্রগতির বিবরণ তুলে ধরেন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (সিএমএ) পেশার বিকাশে মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেন।মাননীয় উপদেষ্টা দেশের অর্থনীতিতে সিএমএ পেশাজীবীদের অবদানের প্রশংসা করেন এবং সিএমএ পেশার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ কাওসার আলম এফসিএমএ, সেক্রেটারি হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোঃ মাহবুব-উল-আলম এফসিএমএ।